প্রিয় বন্ধুরা আজকের পোষ্টটি করলাম

শর্ত



 



একটি গোলাপ আর একফোঁটা অশ্রু,

কোনটিকে নেবে তুমি? 

একরাশ মেঘ আর আকাশ জুড়ে নীল,

কোনটিকে ছোঁবে তুমি?

এমন পরীক্ষা আমায় দিলে তুমি।

ধরো তুমি আমার অবস্থানে-

কী করতে তুমি এখন শুনি?

 

শর্ত ছিল আমার সেদিন,

ধরো সেটা নাইবা দিলাম ।

ভেবেছিলে কি অবসরে-

আমি তোমার কি ইবা ছিলাম?

তোমার পাশে অসময়ে কে ইবা ছিল?

আচ্ছা, সেটা বাদই দিলাম।

 

রাতটা ছিল আমার সেদিন,

দিনটা নাহয় তোমায় দিলাম ।

রোদটা হয়তো একটু বেশি,

ছায়া গুলো ছড়িয়ে দিলাম ।

 

পারবেনা জানি তুমি,

ভালবাসা কেউ করেনা নিলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন